Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > কষ্টটা রয়ে গেলো

কষ্টটা রয়ে গেলো


অসীম তরফদার

প্রথম প্রেমের ব্যর্থতার মতো
কবি হতে না পারার কষ্টটা রয়েই গেলো।

কৈশোরে একদিন কাব্যের সরোবরে সাঁতার কেটে মুগ্ধ হলাম;
সাধ হলো- কবি হবো।
দাদা বললেন, “ওসব ছাই-ভস্ম দিয়ে কিচ্ছু হয় না জীবনে;
কবিরা ভাত পায় না; ওসব ছাড়ো”।

চোখের সামনেই কতজনকে দেখি- ভোগ করে বিলাসী জীবন,
আধুনিক বাড়ি, লেটেস্ট গাড়ি, দামি খাবার;
আমাদের এক মাসের উপার্জনের কয়েক গুণ টাকা
কি নির্ভাবনায় ওড়ায় একরাতে- ক্লাবের আড্ডায় বুঁদ হয়ে;
অথচ যোগ্যতর হয়েও প্রতিষ্ঠার স্বপ্ন আর
পেট পুরে খাওয়ার তাগিদে জীবন যুদ্ধে নেমে প্রতিনিয়ত কেনো
ক্ষয় করতে হয় জুতার তলা, জীবনী-শক্তি, স্বপ্ন এবং আশা ?
সে কি একদিন কবি হবার স্বপ্ন দেখেছি বলে ?

প্রথম যৌবনে প্রেমে পড়লাম মাধবীর;
তার গহন দু’টি চোখ, লাজরাঙা হাসি, কন্ঠের মায়াজালে
বিমুগ্ধ আমি আবার হয়ে উঠি স্বপ্ন-কবি।
মাধবী বললো, “আমায় পেতে হলে কবিতা ছাড়তে হবে”।
কবিতার বিপুলত্বে অবাধ সাঁতার ভুলে
বন্দি হলাম মাধবীর নিজস্ব ভুবনে।
কাব্যের পাপড়িগুলো অলক্ষ্যে ঝরে পড়লো 
নির্বাক কান্না হয়ে;
তা সত্ত্বেও পাওয়া হলো না মাধবীকে।


সাহিত্য >> কবিতা