Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > পিতা, হে মহামানব

পিতা, হে মহামানব


অসীম তরফদার

হে পিতা, হে মহামানব, ক্ষণজন্মা মহাপুরুষ
একবার ফিরে এসো, একবার শুধু দেখে যাও
কি সুখে রয়েছে তোমার সন্তানেরা-
যারা আলোর দিশা পাবার আগেই
ভালো-মন্দ বুঝতে শেখার আগেই পিতাকে হারালো
কতিপয় স্বার্থপর ক্ষমতালোভী হয়েনার নৃশংস নির্মমতায়।
পিতৃহন্তারক সেই নেকড়েরা
তোমার আদর্শ আর স্বপ্নকে খুবলে খেতে উন্মত্ত আজও;
সাধারণ ক্ষমায় জীবন পাওয়া সেই উদ্ধত শকুনীরা
নখরের তীক্ষèতায় যখন তখন
ছিঁড়ে ফেলতে চায় বাংলা মায়ের আঁচল।
ওরা গাড়িতে নিশান উড়িয়ে চলে;
সাদা-কালো দাড়ির ভেতর বিশ্রী দাঁতগুলোর
কুৎসিত হাসি দেখে একাত্তরের কথা মনে পড়ে যায়।
এমন ক্রান্তিকালে
তোমার প্রেরণা ছাড়া কি করে বাঁচি, পিতা?
কি করে জয়ী হই অস্তিত্বের যুদ্ধে!
তোমাকে যে আসতেই হবে বারবার
আমাদের স্বপ্নের ভেতর।


সাহিত্য >> কবিতা