Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > গৃহসজ্জা > গৃহসজ্জায় ব্যবহার করুন ইনডোর প্লান্ট

গৃহসজ্জায় ব্যবহার করুন ইনডোর প্লান্ট


সারাহ জেবীন

শহরের বাড়িগুলোতে অনেকেই বারান্দা বা ছাদে টবে গাছ লাগান। তবে ঘরের ভেতর আপনি রাখতে পারেন বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট। এতে আপনার মনে আসবে এক ধরনের অপূর্ব সজীবতা। প্রতিটা মানুষই চায় তাদের ঘরটি সুন্দর ও গোছানো থাকুক। ঘরের সাজে বিভিন্ন ধরনের শো পিস, ছোট বড় মূর্তি, ছবির ফ্রেম ইত্যাদি ব্যবহার হয়ে আসছে অনেক কাল ধরে। আবার অনেকেই ঘরের সাজে ভিন্নতা আনতে বিভিন্ন গাছ রাখেন তাদের ঘরে। এটি যেমন ঘরের সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে দেয় তেমনি ইট পাথরের শহরে  ঘরে বিরাজ করে একটা প্রাকৃতিক পরিবেশ। তাই চলুন আজ দেখে নেই ঘরের সৌন্দর্য বাড়াতে আপনি কি ধরনের গাছ বাসায় রাখতে পারেন ও কিভাবে রাখবেন। 

 

ডেভিল’স আইভি

এটি একটি ন্যাচারাল এয়ার পিউরিফায়ার প্লান্ট। এর তেমন যত্ন করতে হয় না। কিছুটা অযত্নে বেড়ে ওঠাই এর বৈশিষ্ট্য। সামান্য পানি দিলেই হয় মাঝে মাঝে, প্রতিদিন নয়। একে উপর থেকে ঝুলিয়ে দেয়া যায়। লতার মত জড়িয়ে বাড়ে। 

স্পাইডার প্লান্ট

এই প্লান্টটি ঘরোয়া আলোয় ভালো থাকে। এই গাছটি স্পাইডার প্লান্ট হিসেবে পরিচিত এর চিকন পাতার জন্য এবং এটি গুচ্ছভাবে চারদিকে ছড়িয়ে থাকে তাই একে স্পাইডার প্লান্ট বলা হয়। এই গাছটি আপনি জানালার পাশে বা বারান্দায় রাখতে পারেন। এই গাছটি প্রায় সব নার্সারিতেই সুলভ মুল্যে পাওয়া যায়। 

ক্যাকটাস 

ইনডোর প্লান্ট এর মধ্যে প্রথমেই আসে ক্যাকটাস এর কথা। ন্যাচারাল লাইটে এটি ভালো থাকে। এই প্লান্টটি খুব একটা যত্ন করতে হয় না ও সহজেই ঘরের কোণে রাখা যায়। ক্যাকটাস এর তেমন একটা পানি দেয়ারও প্রয়োজন পড়ে না। তাই আপনি চাইলে বিভিন্ন ধরনের ক্যাকটাস দিয়ে খুব সহজেই আপনার ঘরটিকে সাজাতে পারেন।

মানি প্লান্ট

মানি প্লান্ট এমন একটা উদ্ভিদ যা পানি ও মাটিতে দুইভাবেই হয়। এটি আপনি ঘরে তো রাখতে পারবেনই, তার সাথে বাথরুম, কিচেন, বেসিন যেখানে খুশি রাখতে পারেন কারণ এটি খুব অন্ধকার যায়গাতেও ভালো হয়। তবে এটি লতানো উদ্ভিদ বলে মাঝে মাঝে এর ডাল ছেটে দিতে হবে ও পানিতে রাখলে পানিটা ১০-১৫ দিন পর পর পালটে দিতে হবে।

পাতাবাহার

অল্প আলোতে এমনকি অন্ধকারেও এই গাছ ভালো হয়। এটি ঘরের পরিবেশ দূষন মুক্ত রাখে। পাতাগুলো কেটে দিলে এবং অনেক কম পানি দিলে এরা বেড়ে ওঠে।

বনসাই

বনসাই একটি জাপানিজ আর্ট ফর্ম- বিশেষ পদ্ধতি অনুসরণ করে কন্টেইনারে তৈরি ছোট গাছ। আজকাল ঘর সাজাতে বনসাই-এর ব্যবহার খুব দেখা যাচ্ছে। এর যত্ন খুব একটা নিতে হয় না কারণ এর নিয়মিত পানির দরকার হয় না। তাই ঘর সাজাতে বনসাই এর কদর বেড়েই চলেছে।

পুদিনা

পুদিনাপাতার স্মেল শরীরের জন্য খুবই উপকারী। এটি স্মরণশক্তি বাড়াতে সাহায্য করে। এর সাথে সাথে ক্ষিদেও বাড়ায় ও ওজন কমাতে সাহায্য করে। আসলেই এর গুণের শেষ নেই। এই গাছটি আপনি বারান্দা বা জানালার পাশে রাখতে পারেন। খুব একটা যত্ন করতে হয় না বলে এর দেখাশোনা করাও খুব সহজ।


জীবনযাপন >> গৃহসজ্জা