Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > ভ্রমর কইও গিয়া

ভ্রমর কইও গিয়া


রাধা রমন দত্ত

ভ্রমর কইও গিয়া,

শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে,

ভ্রমর কইও গিয়া।

ভ্রমর কইও গিয়া,

শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে,

ভ্রমর কইও গিয়া।।

ভ্রমর রে,

কইও কইও কইও রে ভ্রমর, কৃষ্ণরে বুঝাইয়া,

কইও কইও কইও রে ভ্রমর, কৃষ্ণরে বুঝাইয়া,

মুই রাধা মইরা যাইমু, কৃষ্ণ হারা হইয়া রে,

ভ্রমর কইও গিয়া।

ভ্রমর কইও গিয়া,

শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে,

ভ্রমর কইও গিয়া।।

ভ্রমর রে,

আগে যদি জানতাম রে ভ্রমর, যাইবারে ছাড়িয়া,

আগে যদি জানতাম রে ভ্রমর, যাইবারে ছাড়িয়া,

মাথার কেশও দুইভাগ করে, রাখিতাম বান্ধিইয়ারে,

ভ্রমর কইয়ো গিয়া।

ভ্রমর কইও গিয়া,

শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে,

ভ্রমর কইও গিয়া।।

ভ্রমর রে,

ভাইবে রাধা রমণ বলে, শোনরে কালিয়া,

ভাইবে রাধা রমণ বলে, শোনরে কালিয়া,

নিভা ছিলো মনের আগুন, কে দিলা জ্বালাইয়া রে,

ভ্রমর কইয়ো গিয়া।

ভ্রমর কইও গিয়া,

শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে,

ভ্রমর কইও গিয়া।

ভ্রমর কইও গিয়া,

শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে,

ভ্রমর কইও গিয়া।।

শিল্পীঃ দিলরুবা খান


সাহিত্য >> গান / লিরিক্স