Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > প্রবাদ-প্রবচন > প্রবাদ-প্রবচন পর্ব ৩

প্রবাদ-প্রবচন পর্ব ৩


সারাহ জেবীন

(৪১)ছেড়ে দে মা কেঁদে বাঁচি = ঝুঁকিপূর্ণ দায়িত্ব থেকে মুক্তি লাভের আকুলতা।

(৪২)ঘরের শত্রু বিভীষণ = অভ্যন্তরীণ শত্রু।

(৪৩)খাজনার চেয়ে বাজনা বেশি = আয়ের চেয়ে ব্যয় বেশি।

(৪৪)খাল কেটে কুমির আনা = বাইরের বিপদ ঘরে টেনে আনা।

(৪৫)সাত ঘাটের জল খাওয়া =  নাজেহাল হওয়া।

(৪৬)যত গর্জে তত বর্ষে না = সামর্থ্যের বেশি সম্পাদিত হয় না।

(৪৭)যেমন কুকুর তেমন মুগুর = দুষ্টের যথার্থ শাস্তি।

(৪৮)শাক দিয়ে মাছ ঢাকা = অপরাধ ঢাকার চেষ্টা।

(৪৯)হাতেরও খাবে পাতেরও খাবে = সব সুযোগ ভোগের চেষ্টা।

(৫০)সাপও মরে লাঠিও না ভাঙে = নিজের ক্ষতি না করে বুদ্ধিমত্তার সঙ্গে কার্যসিদ্ধি।

(৫১)অনভ্যাসে বিদ্যা হ্রাস পায় = চর্চাহীন থাকলে অর্জিত জ্ঞানও হ্রাস পায়

(৫২)অতি দর্পে হত লংকা = অহংকারের মাত্রা ছাড়িয়ে গেলে পতন অবশ্যম্ভাবী

(৫৩)অতি বাড় বেড়ো নাকো ঝড়ে পড়ে যাবে = অহংকার বেশি করতে গেলে পতন অবশ্যম্ভাবী

(৫৪)আঙুল ফুলে কলা গাছ = সামান্য অবস্থা থেকে হঠাৎ বড়লোক হওয়া

(৫৫)আঠার মাসে বছর = দীর্ঘসূত্রিতা/কুঁড়ে স্বভাব

(৫৬)আদ্যিকালের বদ্যি বুড়ো = খুব প্রাচীন ব্যক্তি

(৫৭) আপন ভালো তো জগৎ ভালো = নিজে ভাল হলে সব ভালো

(৫৮)আদার ব্যাপারির জাহাজের খবর = সামান্য কাজের লোক

(৫৯)আমড়া কাঠের ঢেঁকি = অকর্মণ্য

(৬০)আপন চেয়ে পর ভালো = অপ্রত্যাশিত কারো সাহায্য লাভ


বিবিধ >> প্রবাদ-প্রবচন