Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > বিষণ্ন বিলাপ

বিষণ্ন বিলাপ


অসীম তরফদার

আমার মন ভালো নেই, অনিন্দিতা ;
আজকাল ভালো থাকে না কখনোই
শুধু দুঃস্বপ্ন দেখি
শুধু রক্তাক্ত হই আর ভিজে যাই বেদনায়।

শুভ্র আকাশ বারবার ছেয়ে যায় বিবর্ণ মেঘে
বারবার থমকে দাঁড়ায় অগ্রগতির চাকা,
অপশাসনের সজোর বাতাসে
ঝরে পড়ে সত্ত্বার মুকুল
মুছে যায় আলোবন্ত আগামীর ঠিকানা।

এক লম্পট গোষ্ঠী আজও বাড়িয়ে রেখেছে হাত 
ছিঁড়ে ফেলতে সম্প্রীতির বাঁধন;
সুযোগ পেলেই ফতোয়াবাজের দল হয়ে ওঠে সরব ;
একদল ধূর্ত শেয়াল ধর্মভীরুতার সুযোগ নিয়ে
অপব্যাখ্যায় বিভ্রান্ত করে সহজ সরল মানুষগুলোকে
চালিত করে অশুভ লক্ষ্যে, ভুল পথে।
দিক্ভ্রান্ত সেই ধর্মান্ধেরা অধর্ম করে চলে ধর্মের নামে,
কেড়ে নেয় তরতাজা প্রাণ
গুপ্ত ঘাতক হয়ে,
নিজেকে সঁপে দিয়ে কলঙ্কময় মৃত্যুর করতলে।

অনিন্দিতা, কবে জাগবে ওরা ?
কবে বুঝবে-
মানুষের রক্তে ভেজা পথে হেঁটে হেঁটে
স্বর্গের দুয়ারে যায় না পৌঁছানো !

আমার এ কথাগুলো শুনলেই তুমি বলো-
এতে যদি আর কারও দুশ্চিন্তা না হয়,
না হয় কষ্ট এতটুকু
তবে তুমি কেনো কষ্ট পাবে শুধু !
তুমি জানো না, অনিন্দিতা
সবাই কষ্ট পায়,
শুধু বুঝতে পারি না তাদের ভেতরের ভাঙচুর;
যেমন তুমি ছাড়া আর কেউ জানে না-
প্রতিনিয়ত আমার বুকে কি দুর্বিষহ তোলপাড় !
কি ভয়ানক ক্ষত এই হৃৎপিণ্ডে
বিষাক্ত ছুরির আঘাতে !

কেউ তো বোঝে না-
প্রতিরোধের অক্ষমতা প্রতি পলে
কি ভাবে কেটে চলেছে হৃদয়ের কোমল তন্তুজাল
করাতের মতো কর্কশ-ধারালো দাঁতে !

কেউ তো দেখে না-
এ হৃদয় লণ্ডভণ্ড হয় কোন রক্তাক্ত ঝড়ে,
নির্বিকার পুড়ে মরে অন্তহীন আগুনে।


সাহিত্য >> কবিতা