অসীম তরফদার বর্তমান সময়ের একজন প্রতিষ্ঠিত কবি ও আবৃত্তিকার। ছাত্রজীবন থেকেই তিনি খেলাঘর, উদীচী, রেডক্রিসেন্ট সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে সৃজনশীলতা ও মননশীলতার চর্চা অব্যাহত রাখেন। মঞ্চ, বেতার, টেলিভিশন - সকল মাধ্যমেই তাঁর আবৃত্তি দর্শক-শ্রোতাদের কাছে উপভোগ্য হয়ে ওঠে।
কবিতা, গল্প, গান লেখার ক্ষেত্রেও অসীম তরফদার সাফল্যের স্বাক্ষর রাখছেন। কবিতার জগতে তিনি ইতোমধ্যেই রোমান্টিক কবি হিসেবে বিশেষ জায়গা তৈরী করতে সক্ষম হয়েছেন। স্কুল জীবন থেকেই তাঁর লেখালেখির হাতেখড়ি। পরবর্তীকালে তা স্রোতধারায় প্রবহমান। তিনি প্রধানত সাহিত্য বিষয়ক সাময়িকী ও পত্র-পত্রিকায় লেখালেখি করেন। হৃদয়ের গভীর হতে উৎসরিত কথামালা আর আবেগময় সুরেরছোঁয়ায় তাঁর গানগুলো মন ছুঁয়ে যায় সবার।
আবৃত্তির এ্যালবাম :
ভালোবাসায় ভিজবো আজ (২০০৭)
মেঘ ভাঙা রোদ (২০১০)
আমার জমিন তুমি (২০১২)
কাব্যগ্রন্থ :
প্রেম ও দ্রোহের রূপালী রোদ্দুর (২০১০)
এছাড়া তাঁর কথা ও সুরে আধুনিক গানের এ্যালবাম জোসনা রাতে-স্বপ্নলোকে প্রকাশিত হয় ২০১২ সনে।
তিনি বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জনের পর এম.বি.এ সম্পন্ন করেন। পেশায় তথ্য-প্রযুক্তিবিদ; বর্তমানে একটি তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। পাশাপাশি অঙ্কুর সাহিত্য একাডেমি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জন্ম : ৩১ আগস্ট ১৯৭৪ সাল । মানিকগঞ্জের ঘিওর উপজেলার হেলাচিয়া গ্রাম