Skip to Content (Press Enter)
বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় (৩১ অক্টোবর 1880 - 2 সেপ্টেম্বর 1937), যিনি তাঁর ছদ্মনামে চট্টো নামেও পরিচিত, ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বিপ্লবী যিনি সশস্ত্র শক্তি ব্যবহার করে ভারতে ব্রিটিশ রাজকে উৎখাত করতে কাজ করেছিলেন।