BD Trade Blogs

রঞ্জন হালদার

  

কবি পরিচিতি

তরুণ কবি রঞ্জন হালদার মানিকগঞ্জ শিবালয় ঐতিহাসিক গুপ্ত বাড়ি যমুনা নদীর তীরে ছোট একটি গ্রামে আমার প্রিয় গ্রাম তেওতা তার নাম। তেওতা এই গ্রামের এক সভ্রান্ত হিন্দু পরিবারে ১৯৯৫ সালে ২১ অক্টোবর জন্মগ্রহণ করেন। পিতাঃ-মৃত গৌর হালদার, মাতাঃ- কালী রানী হালদার। শিক্ষাগত যোগ্যতা বি,এ (পাস), শিক্ষা জীবন থেকেই বিভিন্ন গল্প, কবিতা, ছড়া ইত্যাদি লিখে থাকেন এবং ঘিওর সরকারী কলেজের ম্যাগাজিনে তার গল্প ছাপা হয়। এছাড়াও ২০১৬ সাল থেকে অন্তরঙ্গ সাহিত্য পরিষদের সাথে জড়িত। তার মোট যৌথ ১৫টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এবং ২০১৮ সনে ২১ শে বইমেলায় তার একক কাব্য গ্রন্থ“আরাধ্য” প্রকাশিত হয়।পেশাগত জীবনে বর্তমানে কম্পিউটার আই.সি.টি ল্যাবয়ে কর্মরত রয়েছেন। পেশাগত বাস্ততার মাঝেও নিরলস সাহিত্য চর্চা অব্যাহত রেখেছেন। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।