Time Machine - the 4th Dimension
BD Trade Blogs
> Blogs > কবিতা > কাব্যপ্রেম

কাব্যপ্রেম


অসীম তরফদার

কবিতার সাথে প্রেম দীর্ঘদিনের।
সেই কবে একদিন
সীমাহীন নৈরাশ্যের অন্ধকারে ডুবে যেতে যেতে
প্রথম কবিতার কাছে আসা; আর
সে থেকে কবিবর নির্মলেন্দু গুণের মতোই
‘কবিতা আমার নেশা, পেশা ও প্রতিশোধ গ্রহণের
হিরন্ময় হাতিয়ার !’
গ্রীষ্মের তপ্ত দুপুরে রৌদ্রদগ্ধ কৃষকের মতো
এ মন যখন ক্লান্ত-শ্রান্ত-বিষণ্ন
তখন কবিতাই বটবৃক্ষের ছায়া;
বর্ষার বিকেলে যখন আকাশ জুড়ে ঘন কালো মেঘ
অব্যক্ত বিরহে কেঁদে ভেজায় ধরণীর বুক
তখন কবিতা আমার আকাশে ছড়ায় রামধনু রঙ ;
শরতের উদাস প্রহরে যখন ভালো লাগে না কিছুই
তখন কবিতা আমার কাশবনে দুষ্টু হাওয়ার দোলা !
সোনালি ফসল ঘরে এলে
যখন সীমাহীন আনন্দে ভরে কৃষাণীর বুক,
তখন কবিতা নির্মল আকাশে শতরঙ ঘুড়ি, নবান্ন-উৎসব !
শীতের সকালে চারপাশ ঢেকে থাকে কুয়াশার চাদরে
দ্বিধা আর শঙ্কায় যখন ভরে যায় মন
কবিতা তখন আলস্য ঘুচায়, শঙ্কা ভোলায়
আর দেখায় প্রথম সূর্যালোক।
যখন ঝরে পড়ে শুকনো পাতারা
তখন কবিতা বৃক্ষ শাখায় আনে নতুন পল্লব।
কবিতা মিশে আছে আমার রক্তের সাথে
সৌরদীপ্ত দিন, জোছ্ধসঢ়;না-ভেজা রাত
আমার সমস্ত সত্ত্বার সাথে, অস্তিত্বের সাথে।


সাহিত্য >> কবিতা