Skip to Content (Press Enter)
অবাক হইনি খুব একটা, আজকাল আর আর অবাক হই না কিছুতেই তেমন। তবুও মাঝে মাঝে অকারণে চশমার কাঁচ ঝাপসা হয়ে আসে। আকাশে জমাট বাঁধে পুঞ্জ পুঞ্জ মেঘ আর কোনো দুর্বল মুহূর্তে কেবল হৃদয় ফুঁড়ে বের হয় দীর্ঘশ্বাস!