BD Trade Blogs

ক্ষত হৃদয়ের জিজ্ঞাসা


অসীম তরফদার

কেনো এমন করে ভুলে গেলে, প্রিয়তমা !
হৃদয়কে করলে ক্ষত দুঃসহ বিরহের আঘাতে ?
কেড়ে নিলে তন্দ্রা দু’চোখ থেকে ? 
নিঃসীম পারাবারে ভাসালে আমার সকল আশা ?


তোমার দে’য়া বকুলের মালাটি
সারাক্ষন হাসে দেয়ালে ঝুলে ঝুলে;
আমি নীরবে কেবল ভাবি-
আমিতো কারো কোন ক্ষতি করিনি
জ্বেলে দেইনি আগুন কারো ধানের গোলায় !
তবু কেনো যখন ফুল ফুটতে বলি তখন সেভাবে ফুল ফুটেনা!
কেনো অঝরে বৃষ্টি নামে না
যখন উন্মুখ থাকে দু’আখি এক ফোটা বৃষ্টির জন্য!
কেনো সারাক্ষন এভাবে জ্বালায় তোমাকে ঘিরে কিছু স্মৃতি!
আমিতো কখনো অমঙ্গল কামনা করিনি কিংবা
চাইনি তোমার পরিচ্ছন্ন জীবনকে তছনছ করে দিতে
একজোড়া মোজার দুর্গন্ধ দিয়ে।
তবু কেনো এমন করলে তুমি?
ভুলে গেলে এমন ভাবে
যেভাবে কেউ কোনদিন কাউকে ভুলতে পারেনি !
বসন্ত বৃষ্টির মত হঠাৎ এলে আবার চলেও গেলে হঠাৎ
মিলনের সুখটুকু পাবার আগেই!


সাহিত্য >> কবিতা