BD Trade Blogs

আশীর্বাদ


কাজী নজরুল ইসলাম

আপনার ঘরে আছে যে শত্রু 

তারে আগে করো জয়, 

ভাঙো সে দেয়াল, প্রদীপের আলো 

যাহা আগুলিয়া রয়। 

অনাত্বীয়রে আত্বীয় করো, 

তোমার বিরাট প্রাণ 

করে না কো যেন কোনোদিন কোনো 

মানুষে অসম্মান। 

সংসারের মিথ্যা বাঁধন 

ছিন্ন হোক আগে, 

কবে সে তোমার সকল দেউল 

রাঙিবে আলোর রাগে।


সাহিত্য >> কবিতা