BD Trade Blogs

এক যে ছিল সোনার কন্যা


হুমায়ূন আহমেদ

এক যে ছিল সোনার কন্যা,

মেঘ বরণ কেশ।

ভাটি অঞ্চলে ছিল

সেই কন্যার দেশ।

দুই চোখে তার আহারে কি মায়া!

নদীর জলে পরল কন্যার ছায়া।

তাহার কথা বলি

তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি।

কন্যার চিরল বিরল চুল,

তাহার কেশে জবা ফুল।

সেই ফুল পানিতে ফেইলা কন্যা করল ভুল।

ও কন্যা ভুল করিস না!

আমি ভুল করা কন্যার সাথে

কথা বলব না।

হাত খালি গলা খালি

কন্যার নাকে নাকফুল।

সেই ফুল পানিতে ফেইলা

কন্যা করল ভুল।

ও কন্যা ভুল করিস না,

আমি ভুল করা কন্যার সাথে

কথা বলব না।

সবুজ বরণ লাউ ডগা

দুধসাদা ফুল ধরে,

ভুল করা কন্যার লাগি মন আনচান করে।

আমার মন আনচান করে।

এখন নিজের কথা বলি

নিজের কথা বলতে বলতে

নাও দৌড়াইয়া চলি।

শিল্পীঃ সুবীর নন্দী


সাহিত্য >> গান / লিরিক্স