BD Trade Blogs

এ খাঁচা ভাঙ্গব আমি কেমন করে


খান আতাউর রহমান

এ খাঁচা ভাঙ্গব আমি কেমন করে।

দিকে দিকে বাজল যখন
শেকল ভাঙার গান

আমি তখন চোরের মত
হুজুর হুজুর করায় রত।

চাচা আপন বাঁচা বলে
বাঁচিয়েছি প্রাণ

আসলে ভাই একা একা
বাঁচার নামে আছি মরে

এ খাঁচা ভাঙ্গব আমি কেমন করে।।


সাহিত্য >> গান / লিরিক্স