BD Trade Blogs

বৈশাখী মেঘের কাছে জল চেয়ে


Aabul haayaat mohaammad kaamaal

বৈশাখী মেঘের কাছে জল চেয়ে
তুমি কাঁদবে আমি চাইনা
শুধু স্বপ্নকে সত্যি মনে করে
তুমি কাঁদবে আমি চাইনা।।

ঝড়ের আকাশে পূর্ণিমা চাঁদ দুরাশা
সে সাধ তোমার ভেঙে যেতে পারে সহসা
তাই অনুরোধ স্বপ্নের কথা স্বপ্নেই ভুলে যাও না।।

চাঁদের আলোতে যে দীপ তোমার নিভালে
তার সন্ধান পাবে না স্বপ্ন হারালে
তাই অনুরোধ স্বপ্নের কথা স্বপ্নেই ভুলে যাও না।।


সাহিত্য >> গান / লিরিক্স