Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > ফাইসা গেছি

ফাইসা গেছি


হায়দার হোসেন

আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি,
আমি ফাইসা গেছি, মাইনকার চিপায়।

আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়।।

কোন্‌ পাগলে পাইছিল করছি শখের শাদী
ক্ষমতার যিমুন তিমুন, ভাবে শাহজাদী।

সকাল-বিকাল, রাইত-দুপুর বউয়ে দেয় ঠেলা
কয় ‘বউ পুষার মুরাদ নয়, তয় বিয়া করছস কেলা।

আমি ইধারকা মাল ওধার করি, সারাদিন পেজকি মারি
দিনের বেলায় আরতদারী, রাইতে চোরাকারবাড়ি।
দিন-দুনিয়া সবই গেল, জীবন ভেস্তে যায়।।

মাইয়া আমার চিজ একখান, যেমুন ফিল্মের নায়িকা
মাধুরী, ঐশ্বরিয়া, কাজলরে, কয় অফ যা।

পোলায় আমার শিক্ষিত, পড়ে দশ কেলাশের উপরে।
হাত খরচা না দিলে, ইংলিশে গাইল পাড়ে।

মনে মনে কই আমি, গাইলের আর হুনছস কি
আমগো গাইল হুনলে পড়ে, খাড়াইব মুরদাবি।

আমি হালায় কলুর বলদ ফাইটা জীবন যায়।।

শিল্পীঃ হায়দার হোসেন


সাহিত্য >> গান / লিরিক্স