Time Machine - the 4th Dimension
BD Trade Blogs
> Blogs > কবিতা > তোমাকে চাই

তোমাকে চাই


অসীম তরফদার

মন-বাগানের সকল গোলাপ কলি
ফুল হয়ে ফুটবে শুধু তোমার উদ্দেশ্যে;
হৃদয়ের ঝুড়িতে যত প্রেম, প্রীতি, মমতা
সে-ও শুধু তোমাকে লক্ষ করে।
এ হৃদয় মন্দিরে কেবল তোমারই বন্দনা
দুটি চোখ সতত নিমগ্ন তোমার স্বপ্নে
এ বাহু কেবলই প্রতীক্ষারত তোমার আলিঙ্গনের
আজন্ম শুধু তোমাকেই চাই-
চাই এ জীবনেরই প্রয়োজনে।


সাহিত্য >> কবিতা