Time Machine - the 4th Dimension
BD Trade Blogs
> Blogs > প্রবাদ-প্রবচন > প্রবাদ-প্রবচন পর্ব ৫

প্রবাদ-প্রবচন পর্ব ৫


সারাহ জেবীন

(৮১)কথায় চিড়ে ভেজে না = বাকচাতুরিতে সব কাজ হাসিল হয় না

(৮২)কারো পোষমাস কারা সর্বনাশ = কারো সুদিন কারো দুর্দিন

(৮৩)কাঙালের কথা বাসি হলে ফলে = নগণ্য লোকের কথাও শেষ পর্যন্ত ফলতে পারে

(৮৪)খাল কেটে কুমির আনা = নিজের জন্য বিপদ সৃষ্টি করা

(৮৫)খোদার মার দুনিয়ার বার = প্রাকৃতিক কারণে যা ঘটে তা রোধ করার শক্তি মানুষের নাই

(৮৬)খুঁটির জোরে ভেড়া নাচে = শক্তিমানের সাহায্যে শক্তি বৃদ্ধি হয়

(৮৭)খালিকলসি বেশি শব্দ করে = অন্তঃসারশূন্য

(৮৮)খিদে পেলে বাঘেও ধান খায় = প্রয়োজনে মানুষ যেকোনো কাজ করতে বাধ্য হয়

(৮৯)গেঁয়ো যোগী ভিখ পায় না = নিজের দেশে গুণীর কদর নাই

(৯০)গাঁয়ে মানে না আপনি মোড়ল = গ্রামবাসী না মানলেও নিজেকে কর্তা বলে জাহির করা

(৯১)গরু মেরে জুতা দান = নিদারুণ অপমান করে পরে সামান্য উপায়ে তুষ্ট করার চেষ্টা

(৯২)গাছে তুলে মই কেড়ে নেয়া = আশা দিয়ে ক্ষতিগ্রস্ত করা

(৯৩)গাছে কাঁঠাল গোঁফে তেল = ভবিষ্যতের অতিরিক্ত আশা

(৯৪)গোদের ওপর বিষফোঁড়া = ঝামেলার ওপর আরও ঝামেলা

(৯৫)ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি = মন্দ লোককে জব্দ করা

(৯৬)ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া = গুরুজনদের অগ্রাহ্য করে অর্বাচীনদের মাতব্বরি

(৯৭)ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো = বিনা লাভে কোন কর্ম করা

(৯৮)ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় = বিপদের পূর্ব অভিজ্ঞতা থাকলে অল্পতেই শঙ্কিত হওয়া স্বাভাবিক

(৯৯)ঘোমটার নিচে খেমটা নাচ = বাইরে সাধু ভিতরে খল

(১০০)চকচক করলেই সোনা হয় না = বাহ্যিক সৌন্দর্যই প্রকৃত পরিচয় নয়


বিবিধ >> প্রবাদ-প্রবচন