BD Trade Blogs

ঘুড়ি


মনোজ দত্ত

ভালোবাসার সুতোয় বেঁধে উড়িয়ে দিলাম তোমায় ঘুড়ি

লাটাই হাতে শুধুই আমি তোমার পেছন পেছন ঘুরি

হঠাৎ করে কেইবা যেনো তার লাটাইয়ের সুতোর টানে

কাটলো ঘুড়ির সুতোর বাঁধন কোথায় যাবে কেইবা জানে।


সাহিত্য >> কবিতা