BD Trade Blogs

আমি নির্বাসনে যাব না


Kumar Biswajit

আমি নির্বাসনে যাব না
মাথা ভরা জটা চুলে
মুনিঋষি হব না
আমি তুমি ছাড়া বাঁচতে পারি
তুমি ছাড়া হাসতে পারি
পারি আমি পালটে দিতে
তোমার মিছে ধারনা

পাগল হয়ে পাগল গারদ
ধরে কভু কাঁদবো না
দাড়িগোঁফে মুখটা ঢেকে
দেবুবাবু সাজবো না
আমি ভালোবাসার মূল্য জানি
ভালোবেসে মরতে জানি
মন থেকে মুছতে জানি
তোমার মত ললনা

গভীর রাতে স্বপ্ন দেখে
দুঃখ পেয়ে কাঁদবো না
কবি হয়ে কাব্য লিখে
তোমার নিয়ে থাকবো না
আমি মনের ঠিকই চিনি
বুকের মাঝে টানতে জানি
আস্তাকুড়ে ফেলতে পারি
তোমার দেয়া ছলনা

শিল্পী: Kumar Biswajit


সাহিত্য >> গান / লিরিক্স