BD Trade Blogs

ভালোবাসার শিল্প


অসীম তরফদার

ইদানিং মিছিলের শ্লোগানগুলো ভালো লাগে না;
ভালো লাগে না রংবাজ মহলে আড্ডা জমাতে
কিংবা শান্ত শহরে সন্ত্রাস করে বেড়াতে;
কেমন ভয় ভয় লাগে !

অথচ আগে তো একটুও ভয় পাইনি !
কখনও অনুভব করিনি জীবনের এতটুকু মূল্যবোধ !
মনের উল্লাসে শ্লোগান তুলেছি মিছিলের প্রথমে
হোটেল রেস্তোরাঁ আর চায়ের দোকানের উত্তপ্ত আড্ডায়
কেটেছে দিন সিগারেট টেনে আর চায়ের চুমুকে;
রক্তাক্ত বিবাদ, অর্থহীন ভাঙচুর, পুলিশি ধাওয়া কিংবা
কোনো না কোনো অপারেশনের ব্যস্ততায় কেটেছে রাত।

ওসব আর ভালো লাগে না এখন,
কোনো এক শিল্পী ভালোবাসার নিপুণ আঁচড়ে
এঁকে দিলো জীবনের নতুন স্বপ্ন, নতুন গতিপথ,
তাই আর নয় অন্ধকার- চাই অলোকিত পথ
প্রেমময় জীবন, অর্থময় বেঁচে থাকা,
স্বপ্নময় পথচলা।


সাহিত্য >> কবিতা