BD Trade Blogs

সহানুভূতি নয়


অসীম তরফদার

তুমি ভালো নেই শুনে মনটা কেমন ভারী হয়ে গেল,
শুভ্র আকাশে ঢেকে গেল বিষাদের মেঘে
দীর্ঘশ্বাসে হৃদয়ের নিথর সাগরে উঠল বেদনার ঢেউ
বুকের গভীর থেকে আর্তরবের মত
অস্ফুট স্বরে বেরিয়ে এলো-
আহা, তোমার জীবনটা এমন কষ্টের!
তখনই হঠাৎ স্মৃতির পায়রা এলো উড়ে
সহসা থেমে গেল ঢেউ, কেটে গেল মেঘ
মনে হল, ভুলতো হয়নি কিছুই
হয়েছে যা হওয়াই ছিল অনিবার্য।
একদিন দুঃসময়ে ঈশান থেকে ধেয়ে এলো বজ্রতুফান
তোমার হাতখানি শক্ত করে ধরলাম
ভালোবাসার ছাউনিতে খুঁজলাম আশ্রয়
তুফানের ছাঁটে ভিজে যাবার ভয়ে চলে গেলে

অন্যের হাত ধরে।
মাথার উপর থেকে ছাউনি উড়ে গেল
ঝড়ে ভাঙল বুকের পাঁজর
হৃদয়ের বনানীতে জ্বলে উঠল দাবানল;
আমি কাঁদলাম; তুমি একবার ফিরেও দেখলে না।
দুর্যোগের মাঝে একা রেখে
স্বর্গ সুখের আশায় যার হাত ধরে চলে গেলে
সে তখন উড়ে গেল অন্য ফুলে
তোমায় রিক্ত করে, কলঙ্কের কালিমা লেপে।
যখন ফিরে এলে আমার সহানুভূতি আর ভালোবাসা পেতে
পারিনি করুণা ছাড়া ভালোবাসতে।


সাহিত্য >> কবিতা