Time Machine - the 4th Dimension
BD Trade Blogs
> Blogs > কবিতা > কষ্টের রাগিনী - ২

কষ্টের রাগিনী - ২


অসীম তরফদার

ফিরতে তবু হয়ে গেল কিছু দেরী;
অভিমানী মেঘেরা দল বেঁধে
হয়েছে জড়ো- মাধবী লতার মুখে;
চোখে শ্রাবণ ধারা ঝড়ে পড়ার অপেক্ষায়
থমথমে, গুমোট পরিবেশে অর্থহীন স্থির দৃষ্টি-
ঝড় অথবা বর্ষণ কিংবা উভয়েরই পূর্বাভাস !
অনেকগুলো প্রশ্ন, অসংখ্য ভাবনা একসাথে
ঘূর্ণাবর্তে খড়কুটোর মত
অসহায় ভাবে ঘুরতে থাকে, এলোমেলো।
হঠাৎ কী কারণে, কোথায় তৈরী হলো নিম্নচাপ ?
সূর্যের হাসি কেনো ঢেকে গেল ?
কেনো সাগর হঠাৎ হয়ে গেল উত্তাল ?
কোনো প্রশ্নের উত্তর মেলে না; শুধু
মাধবী লতার বুক চিরে বের হয়ে আসে
কষ্ট নিংড়ানো দীর্ঘ নিঃশ্বাস !

গ্রিল ধরে দাঁড়িয়ে আসহায় ভাবে
চেয়ে দেখি অষ্টমীর মৃতপ্রায় জোসনা।
ভাবি, শাস্তি হলে হোক, ঝড় উঠলে উঠুক
তবু কেটে যাক গুমোট অন্ধকার।
ঝড় ওঠে না, বৃষ্টিও নামে না-
কিছুতেই মিলে না হিসাব-নিকাশ;
শুধু উপলব্ধি হয়-
সোহাগে-আদরে, কি অদ্ভুদ মমতায়
মাধবী লতা জড়িয়ে রেখেছে
আমার সারা দেহ, প্রতিটি শাখা-প্রশাখা !
তাইতো বিষন্ন রাতের অবসন্ন প্রহরে
তার অব্যক্ত ব্যথায় আমার বুকে
বেজে ওঠে কষ্টের রাগিনী।


সাহিত্য >> কবিতা