BD Trade Blogs

করতে হবে অনেক কিছুই


অসীম তরফদার

নতুন কিছু ভাবতে হবে
অজানাকে জানতে হবে
অজানাকে জানতে হবে
নিয়ম নীতি মানতে হবে
অনিয়মকে ভাঙ্গতে হবে
নতুন সুর সাধতে হবে
নতুন কিছু গড়তে হবে।

দারিদ্র দূর করতে হবে
অশিক্ষাকে হারাতে হবে
কর্ম-সুযোগ বাড়াতে হবে
অনেকটা পথ চলতে হবে
স্বপ্ন সফল করতে হবে
দেশটাকে যে গড়তে হবে।


সাহিত্য >> কবিতা