BD Trade Blogs

কিছু কথা আজও বাকি


অসীম তরফদার

কিছু কথা আজও তো পারিনি যে বলতে
কিছু কথা আজও তো বাকি রয়ে গেল বলতে।
পারিনি যে বলতে ॥

তুমি ছাড়া জীবনে আমার কেউ তো নেই আর
তোমার জীবনেও শুধু আমি, না না কেউ তো নয় আর
সুখে দুঃখে সারা জীবন পারি যেন সাথে চলতে॥

সব হারিয়েও শুধু যদি হতে পারি আমি তোমার
নিঃস্ব হয়েও হবো সুখি, হবে পৃথিবীটা স্বর্গ আমার 
চাই জীবনে মরণে তোমার বুকে দ্বীপশিখা হয়ে জ্বলতে॥


সাহিত্য >> গান / লিরিক্স