BD Trade Blogs

বড় আশা করে এসেছি


রবীন্দ্র নাথ ঠাকুর

বড় আশা করে

বড় আশা করে এসেছি গো

কাছে ডেকে লও

ফিরাইও না জননী।

দিনহীনে কেহ চাহে না

তুমি তারে রাখিবে জানি গো।

আর আমি যে কিছু চাহিনে

চরণও তলে বসে থাকিব,

আর আমি যে কিছু চাহিনে

জননী বলে শুধু ডাকিব ।

তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়

কেঁদে কেঁদে কোথা বেড়াব

ঐ যে হেরী

তমশ ঘন ঘরা

গহন রজনী ।


সাহিত্য >> গান / লিরিক্স